ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপির ডিজিটাল কর্মসূচি

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১৬, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তরুণ ও অনলাইন ব্যবহারকারীদের সম্পৃক্ত করতে নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে— ‘আমার ভাবনায় বাংলাদেশ: জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন। তিনি জানান, ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের ১ মিনিটের একটি রিল ভিডিও তৈরি করতে হবে। নির্ধারিত ১১টি থিমের যেকোনো একটি বিষয়ে রিল তৈরি করা যাবে। রিলের বিষয়বস্তু হতে পারে একক বক্তব্য, গান, সংলাপ, অভিনয় কিংবা স্যাটায়ারধর্মী ভিডিও।

মাহাদী আমিন জানান, প্রতিযোগিতার জন্য ছয় ধাপের একটি নির্দেশনা লিফলেটে প্রকাশ করা হয়েছে। অংশগ্রহণকারীরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম অথবা টিকটকের যেকোনো একটিতে রিল পোস্ট করবেন। ক্যাপশনে নির্ধারিত হ্যাশট্যাগের পাশাপাশি অবশ্যই ‘বাংলাদেশ ফাস্ট’ শব্দটি ব্যবহার করতে হবে। পরে রিলটির লিংক বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ ইভেন্টে জমা দিতে হবে।

মূল্যায়ন পদ্ধতিতে জনমতের ভিত্তিতে ৩০ শতাংশ এবং জুরি বোর্ডের মাধ্যমে ৭০ শতাংশ নম্বর নির্ধারণ করা হবে। সেরা ১০ জন প্রতিযোগী একটি অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপের সুযোগ পাবেন।

থিমগুলোর মধ্যে রয়েছে—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া, প্রবাসী, ইমাম ও মুয়াজ্জিনের সম্মান, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং আমি যেমন দেশ চাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ড. জিয়াউদ্দিন হায়দার, ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য সায়মুন পারভেজ ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।