ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে খালেদা জিয়া, চিকিৎসা অব্যাহত

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১১, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি বর্তমানে খুবই জটিল। এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল বোর্ড বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জানায়, তাঁর কিডনি কার্যক্ষমতা বন্ধ হওয়ায় নিয়মিত ডায়ালাইসিস প্রদান করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্বাসকষ্ট বৃদ্ধি, কম অক্সিজেন এবং উচ্চ কার্বন ডাই অক্সাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে তাকে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা ও বাইপ্যাপ মেশিনে রাখা হয়েছে। ফুসফুস ও অন্যান্য অঙ্গকে বিশ্রাম দেওয়ার জন্য ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে।

গত ২৭ নভেম্বর খালেদা জিয়াকে একিউট প্যানক্রিয়াটাইটিস ধরা পড়ে। শরীরে গুরুতর সংক্রমণের কারণে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ওষুধ প্রয়োগ করা হচ্ছে। রক্তক্ষরণ ও ডিআইসি-এর কারণে তাকে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউশন দিতে হচ্ছে।

অর্টিক ভালভে সমস্যা শনাক্ত হওয়ার পর ‘ট্রান্স ইসোফেজিয়াল ইকো (টিইই)’ পরীক্ষার মাধ্যমে ইনফেকটিভ অ্যান্ডোকার্ডাইটিস ধরা পড়ে। দেশি–বিদেশি মাল্টিডিসিপ্লিনারি বিশেষজ্ঞদের সমন্বয়ে বোর্ড প্রতিদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বিজ্ঞপ্তিতে সকলকে অনুরোধ করা হয়েছে, অনুমাননির্ভর সংবাদ বা গুজব না ছড়ানোর। খালেদা জিয়া দীর্ঘদিন লিভার জটিলতা, কিডনি সমস্যা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আরথ্রাইটিস এবং সংক্রমণজনিত রোগে ভুগছেন। ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।