ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরে এক মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়েছে স্বামীর পরকীয়াকে কেন্দ্র করে। রেহেনা বেগম (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে রেহেনার মরদেহ কেরানীগঞ্জ থেকে বাবার বাড়িতে পৌঁছে দিয়েই দ্রুত পালিয়ে যান স্বামী আরিফ খলিফা।
আট বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল রেহেনা ও নিরাপত্তা প্রহরী আরিফের। তাদের নাবিলা ইসলাম জান্নাত নামে চার বছরের এক মেয়ে রয়েছে। পরিবার জানায়, রেহেনার সংসারে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। আরিফের পরকীয়াকে কেন্দ্র করে প্রায়ই রেহেনাকে নির্যাতন করতেন তিনি। কয়েকদিন আগে রেহেনার মা মেয়েকে বাড়িতে আনতে চাইলে রেহেনা জানান—এতে সংসার ভেঙে যেতে পারে।
রেহেনার মামা শাহিন আকন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ফোন করে জানানো হয় রেহেনা অসুস্থ। বাসায় গিয়ে তিনি দেখেন রেহেনা মারা গেছেন। এর কিছুক্ষণ পর আবার হাসপাতালে নিতে বলা হলেও পরক্ষণেই আরিফ তাকে বাসায় ডাকেন। এ ঘটনায় সন্দেহ দানা বাঁধে পরিবারের মধ্যে। মরদেহ রাজাপুরে পৌঁছানোর পর দেখা যায় গলা, হাত ও পিঠজুড়ে আঘাতের চিহ্ন।
নিহতের বাবা শহিদ হাওলাদার বলেন, “আমার মেয়েকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। পরে অসুস্থতার গল্প বানানো হয়েছে।” ভাই সাব্বিরও একই অভিযোগ তোলেন এবং দোষীদের কঠোর শাস্তি দাবি করেন।
রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, “প্রাথমিক তদন্ত শেষ হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এলাকাবাসী এই রহস্যজনক মৃত্যু ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
