ঝালকাঠি প্রতিনিধি ॥ ঢাকায় গুলিবিদ্ধ ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা সড়ক অবরোধের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার বিকেল চারটার দিকে ঝালকাঠি–বরিশাল আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় তারা টায়ার জ্বালিয়ে মহাসড়ক বন্ধ করে দেন।
মুহূর্তের মধ্যেই বরিশাল ও খুলনাগামী দূরপাল্লার বাসসহ শতাধিক গাড়ি ও যাত্রী আটকে পড়ে। অবরোধের এক ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেক যাত্রী এবং পরিবহনকর্মী সাংবাদিকদের জানান, “এতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। পরিস্থিতি খুবই সমস্যা তৈরি করেছে।”
অবরোধকারীরা জানান, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করলে তারা আরও কঠোর কর্মসূচি নেবেন। তারা দাবি করেন, ওসমান হাদির ওপর হামলাটি পূর্বপরিকল্পিত এবং দোষীদের আইনের আওতায় আনা প্রয়োজন।
বিকেল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন। ছাত্র আন্দোলনকারীরা তখন অবরোধ তুলে নেন এবং ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা বলছেন, এই প্রতিবাদ ঘটনার প্রতি জনগণের ক্ষোভ ও সন্ত্রাসবিরোধী মনোভাবের প্রকাশ। পুলিশ এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট ছিলেন।
