ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে কাভার্ড ভ্যানের ধাক্কা, আহত মাইক্রোবাসের ৮ যাত্রী

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১৬, ২০২৫ ৯:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধি ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পেছন থেকে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় থেমে থাকা যাত্রীবাহি মাইক্রোবাস দুমড়ে মুচড়ে যায়। এতে নারী-পুরুষ ও শিশুসহ মোট আটজন গুরুত্বর আহত হন।

স্থানীয়রা জানিয়েছেন, মাইক্রোবাসটি সামনের গাড়ির কারণে থেমে ছিল। হঠাৎ বেপরোয়া গতিতে আসা কাভার্ড ভ্যান মাইক্রোবাসকে ধাক্কা দেয় এবং চালক দ্রুত পালিয়ে যায়। এতে যানবাহনটি ঘটনাস্থলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহতদের প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে গুরুত্বর আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, আহতরা বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।

ঘটনাস্থলে মহাসড়কের দুইপাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস এবং কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। মামলার জন্য প্রস্তুতি চলছে।

দুর্ঘটনার ফলে স্থানীয়রা সড়ক নিরাপত্তার প্রতি জোর দেওয়া এবং চালকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।