গৌরনদী প্রতিনিধি ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পেছন থেকে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় থেমে থাকা যাত্রীবাহি মাইক্রোবাস দুমড়ে মুচড়ে যায়। এতে নারী-পুরুষ ও শিশুসহ মোট আটজন গুরুত্বর আহত হন।
স্থানীয়রা জানিয়েছেন, মাইক্রোবাসটি সামনের গাড়ির কারণে থেমে ছিল। হঠাৎ বেপরোয়া গতিতে আসা কাভার্ড ভ্যান মাইক্রোবাসকে ধাক্কা দেয় এবং চালক দ্রুত পালিয়ে যায়। এতে যানবাহনটি ঘটনাস্থলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহতদের প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে গুরুত্বর আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, আহতরা বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।
ঘটনাস্থলে মহাসড়কের দুইপাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস এবং কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। মামলার জন্য প্রস্তুতি চলছে।
দুর্ঘটনার ফলে স্থানীয়রা সড়ক নিরাপত্তার প্রতি জোর দেওয়া এবং চালকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।
