ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুস্তাফিজ ইস্যুতে দেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দশে

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৫, ২০২৬ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের জাতীয় দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশ সরকার। এর অংশ হিসেবে দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সব খেলা ও অনুষ্ঠান প্রচার এবং সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সোমবার (৫ জানুয়ারি) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে সহকারী সচিব ফিরোজ খানের সই রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় আইপিএল ক্রিকেটে বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশনা সরকারের নজরে এসেছে। তবে এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ পাওয়া যায়নি।

সরকার মনে করে, এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত হেনেছে এবং এতে দেশের মানুষ ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে। ফলে জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান দেশে সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে আলোচনা তীব্র আকার ধারণ করে। ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠী তাকে বাদ দেওয়ার দাবিতে ধারাবাহিকভাবে বিক্ষোভ করে আসছিল।

এই প্রেক্ষাপটে শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান। এরপর কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, মুস্তাফিজ আর তাদের দলের সদস্য নন।

সরকারি এই সিদ্ধান্তে ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।