ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চীন-বাংলাদেশ ইস্যুতে সতর্ক দিল্লি, নতুন নৌঘাঁটি পরিকল্পনা ভারতের

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১১, ২০২৬ ৭:১০ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর অঞ্চলে কৌশলগত নজরদারি জোরদার করতে পশ্চিমবঙ্গের হলদিয়ায় নতুন নৌঘাঁটি স্থাপনের উদ্যোগ নিয়েছে ভারত। ভারতীয় নৌবাহিনী সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও চীনের সামরিক তৎপরতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন বিবেচনায় রেখেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে–র প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে চীনা নৌবাহিনীর তৎপরতা বেড়েছে। একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ এবং সামরিক পর্যায়ের সফরও ভারতের কৌশলগত পরিকল্পনায় প্রভাব ফেলেছে।

প্রস্তাবিত নৌঘাঁটিটি কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে হলদিয়া বন্দরের কাছে গড়ে তোলা হবে। এই ঘাঁটি চালু হলে হুগলি নদীপথ ব্যবহার করে দ্রুত বঙ্গোপসাগরে নৌযান মোতায়েন করতে পারবে ভারতীয় নৌবাহিনী, যা অপারেশনাল সুবিধা বহুগুণ বাড়াবে।

নৌঘাঁটি নির্মাণে হলদিয়া ডক কমপ্লেক্স ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ায় ব্যয় ও সময় উভয়ই সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঘাঁটিতে মোতায়েন করা হবে এফআইসি ও এনডব্লিউজেএফএসি শ্রেণির দ্রুতগামী যুদ্ধজাহাজ, যেগুলোর গতি ঘণ্টায় ৪০ থেকে ৪৫ নট।

এই যুদ্ধজাহাজগুলো আধুনিক অস্ত্রসজ্জায় সজ্জিত থাকবে। এর মধ্যে রয়েছে সিআরএন-৯১ স্বয়ংক্রিয় মেশিনগান এবং ভারতীয় প্রযুক্তিতে তৈরি নাগাস্ত্র সুইসাইডাল ড্রোন সিস্টেম। সব মিলিয়ে এই ঘাঁটি বঙ্গোপসাগরে ভারতের সামরিক উপস্থিতিকে আরও দৃঢ় করবে।

নৌবাহিনী সূত্র জানায়, নতুন এই ঘাঁটিতে প্রায় ১০০ জন নৌসেনা ও কর্মকর্তা সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।