ঢাকাশুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

বরগুনায় বিএনপির ৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন
সেপ্টেম্বর ১, ২০২৩ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তবে বিএনপি নেতাদের অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পণ্ড করার জন্য নেতাকর্মীদের হয়রানিমূলক গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন, সোনাকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, যুবদল কর্মী রাজা হাওলাদার।

তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে বাসায় বাসায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে পণ্ড করার জন্যই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ওসি শহিদুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের তিন নেতাকর্মীকে পুরানো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, বরগুনা জেলা বিএনপির কর্মসূচিকে ঘিরে শুক্রবার বিকেল থেকে বরগুনা শহরের প্রধান প্রধান সড়কে ছোট ছোট মিছিল করতে দেখা গেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। আর এ কর্মসূচিকে ঘিরে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।