কলাপাড়া প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় পৃথিবীর অনেক উন্নয়নমূলক কাজ থমকে আছে। বাংলাদেশেও এর বিচ্যুতি ঘটেনি। তারপরও প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।
কুয়াকাটা সৈকতের ভাঙ্গন রোধে ৯৭৫ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। একনেকে পাশ হলে আগামী বছর আমরা স্থায়ী কাজ শুরু করবো। রবিবার দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতকে ঘীরে মাস্টার প্লানের কাজ চলছে। মাস্টার প্লানের কাজ শেষ হলে পায়রা-কুয়াকাটা,সোনার চর ও বরগুনার পাথরঘাটা নিয়ে ইকো ট্যুরিজম জোন গড়ে তোলার কাজ শুরু করা হবে।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কুয়াকাটা সমুদ্র সৈকতে অটোভ্যানে করে সমুদ্র সৈকতের ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে দেখেন। এবং কুয়াকাটায় ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বেরীবাধ সংস্কার কাজ পরিদর্শন করেন।
এর আগে বেলা ১১ টায় কুয়াকাটায় আবাসিক হোটেল বীচ হ্যাভেন এর হল রুমে প্রতিমন্ত্রী বরিশাল সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন। এসময় তিনি সাংবাদিকদের সরকারের উন্নয়নমুলক কাজ তুলে ধরার মাধ্যমে উন্নয়ন কাজকে এগিয়ে নিতে আহবান জানান।
এসময় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ মোঃ খায়রুজ্জামান কামাল সহ বরিশাল সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।