ডেক্স রিপোর্ট : বরিশালে বিএনপির কার্যালয়ে ভাংচুর অন্যতম আসামি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী নিজাম ওরফে ছিডা নিজামকে গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ
আজ শুক্রবার সকালে বরিশাল শহরের জাইল্লা বাড়ির পোল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতয়ালী মডেল পুলিশ। ছিডা নিজাম বরিশাল শহরের উত্তর আমানগঞ্জ এলাকার বাসিন্দা।
এছাড়াও ছিডা নিজামের বিরুদ্ধে সাংবাদিক হত্যা চেষ্টাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
ছিডা নিজাম বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল ওরফে ল্যাংড়া টুটুলের সাগরেদ ও সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর অনুসারী ছিলেন।
সন্ধান করে জানা গেছে, ছিডা নিজামের ভাই ছিডা কালু ও ছিডা মামুন দীর্ঘ ১৬ বছরে আওয়ামী আমলে স্থানীয় বাসিন্দাদের অনেক অন্যায় ও নিপীড়ন চালিয়েছে। এদের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। এদের মধ্যে ছিডা মামুন সময় টিভির সাংবাদিক অপূর্ব অপুকে অপহরণ করার অপরাধে অভিযুক্ত হয়ে কারাগারেও ছিলেন।
অন্যদিকে ছিডা কালুর মেয়ে জামাই তুহিন ওরফে ফেন্সি তুহিনও ফেনসিডিলসহ ডিবি পুলিশের হাতে সম্প্রতি আটক হয়ে কারাগারে ছিলেন।
এদিকে বিষয়টি নিয়ে কথা হলে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, বরিশাল মহানগর বিএনপির কার্যালয়ে ভাংচুর অন্যতম আসামি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী নিজাম ওরফে ছিডা নিজামকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সাংবাদিকদের জানিয়েছেন।
