ডেক্স রিপোর্ট ঃ চাকরিতে বহাল ও প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুয়িটির টাকা পেতে বরিশালের আঞ্চলিক সমন্বয়কারী বরাবর এসডিএফ,এসসিএমএফ প্রকল্পের কর্মীদের স্মারকলিপি।
চাকুরিতে কেউ পাড় করেছেন এক যুগ, কেউ-বা দেড় যুগ। বয়সের অর্ধেকটা শেষ করে হঠাৎ ঘোষনা দেয়া হলো নতুন প্রজেক্টে পুরাতন কর্মী দের নেয়া হবে না।তার উপর মরার উপর খড়ার ঘা তাদের বেতন থেকে কেটে রাখা যা এসডিএফ হেড অফিসে জমা রাখা প্রফিডেন্ট ফান্ড এবং গ্রাচুয়িটির টাকা পাওয়া নিয়েও দেখা গিয়েছে অনিশ্চিয়তা।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বরিশালে ক্লাস্টার ফ্যাসিলিটেটর পদে এক যুগ ধরে কাজ করছেন রুমা আক্তার। পরিবারে কর্মক্ষম ব্যাক্তি না থাকায় লিখিত পরীক্ষার মধ্যে দিয়ে ২০১২ সালে নিয়োগ পেয়েছেন তিনি। পরিবারে স্বচ্ছলতা ফিরলেও হঠাৎ চাকরি মেয়াদ শেষ হওয়া এবং প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুয়িটি না পাওয়ায় অনিশ্চিয়তার কারনে হতাশায় দিন কাটছে তার।
শুধু রুমা আক্তার নয়, চাকরি হারানোর এমন শংকায় আরো ৩’শর অধিক ব্যাক্তি। বিষয়টি নিয়ে রোববার বরিশাল শহরের কমির কুটির এলাকায় প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে সভা ও দুই দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, ‘কয়েক দিন আগে কর্মরতদের বাদ দিয়ে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। কিন্তু আমাদের প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাচুয়িটির টাকা ফেরত না দেয়ারও পায়তারা চলছে।
তিনি আরো জানান, ‘আগামী তিনদিনের মধ্যে যদি দাবী না মেনে হয়, তাহলে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।
