আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় সড়কের ওপর থেকে অজ্ঞাতনামা এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ সেপ্টেম্বর) খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পয়সারহাট এলাকার মহাসড়কের ওপর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, স্থানীয় চৌকিদার সুনীল হালদারের মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত নারীর শরীরে বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে। অজ্ঞাতনামা ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি ওই এলাকা দিয়েই ঘোরাফেরা করতেন। এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।