পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে সোমবার দিনব্যাপী উপজেলা সভাকক্ষে উপজেলার পাঁচটি সমবায় সমিতির ২৫ জন সদস্যদের সমন্বয় স্থানীয় চাহিদার ভিত্তিতে আয়বর্ধক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিন ব্যাপী সমবায় ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। উপজেলা সমবায় অফিসার এম হাসান রকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় অফিসের পরিদর্শক আফজাল হোসেন ও সহকারী প্রশিক্ষক রিনা রানী মজুমদার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।