কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর আলীপুরে ভাতিজার হাত পায়ের রগ কেটে দেওয়ার মামলায় চাচা শাহীন হাওলাদারসহ তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার মির্জাগঞ্জ উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মহিপুর থানার এসআই রাসেল সরদার জানান, মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামী শাহীন হাওলাদারসহ তার সহযোগী অপর দুই আসামী রাজু এবং রিয়াজকে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে মহিপুর থানার আলীপুরে সৎ চাচা শাহীন হাওলাদারের নেতৃত্বে ভাতিজা মোঃ হালিম হাওলাদারের হাত-পায়ের রগ কেটে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটায় ছয়জনের নামে মহিপুর থানায় মামলা হয়েছে। বর্তমানে হালিম হাওলাদার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
মহিপুর থানার ওসি মোঃ ফেরদাউস আলম খান তিন আসামীকে গ্রেফতারের কথা স্বীকার করে জানান, বাকী আসামীদের গ্রেফতারে পুলিশ মাঠে সক্রিয় রয়েছে। উল্লেখ্য, পরিবারের মধ্যে জমিজমার বিরোধের জের ধরে একাধিক হামলা মামলার ঘটনার পর সর্বশেষ রগ কর্তনের ঘটনা ঘটে।