ঢাকাশনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

পণ্ড হতে পারে দ্বিতীয় ওয়ানডেও !

নিজস্ব প্রতিবেদন
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৫:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গিয়েছিল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি আজ একই সময় শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। আবহাওয়ার সংবাদ, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ঢাকায় বৃষ্টি নেমেছে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন জেগেছে, ২য় ওয়ানডেও কি তবে পণ্ড হতে চলেছে!

গত কয়েকদিন ধরেই দুপুরের পর থেকে বৃষ্টি দেখেছে ঢাকা শহর। আজকেও তার ব্যতিক্রম হবার সম্ভাবনা নেই। আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার ঢাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭৮ শতাংশ। প্রায় সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। সেই সময় থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত ৫.৭ মিলি মিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচ যে বৃষ্টি বাধায় পড়বে তা এক প্রকার নিশ্চিতই বলা চলে।

তবে পুরো ম্যাচ পণ্ড হবে, এমনটা প্রত্যাশা করা যায় না। ম্যাচের দৈর্ঘ্য কমে আসবে এমন সম্ভাবনাই বেশি। যেকোন প্রকার ফলাফলের জন্য দুই দলকেই অন্তত ২০ ওভার করে মোট ৪০ ওভারের খেলা হতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।