ঢাকাসোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

বিশ্বকাপে খেলতে চান না সাকিব-তামিম কেউই !

নিজস্ব প্রতিবেদন
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল দেশ ছাড়বে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে। তবে এখনও ঘোষণা হয়নি বিশ্ব আসরের চূড়ান্ত স্কোয়াড। দল ঘোষণার আগেই আবারও শোনা যাচ্ছে সাকিব-তামিমের দ্বন্দ্বের খবর।

একটা সময় কাছের বন্ধু ছিলেন দু’জন। তবে এখন আর আগের সেই সম্পর্ক নেই। বিভিন্ন সময়ই গণমাধ্যমের খবরে এসেছে তাদের দ্বন্দ্বের অনেক খবর। কিন্তু সেই দ্বন্দ্বের প্রভাব দলে পড়বে না বলেও জানিয়েছিলেন দেশের ক্রিকেটের দুই মহাতারকা। তবে বিশ্বকাপের আগে আবারও সাবেক দুই বন্ধুর দ্বন্দ্ব চরমে বলে জানিয়েছে বিসিবির বিভিন্ন সূত্র।

অবসর কান্ডের পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন তামিম। প্রথম ওয়ানডেতে ব্যাট করার সুযোগ না পেলেও, দ্বিতীয় ম্যাচে খেলেন ৪৪ রানের ইনিংস। ম্যাচ শেষে কথা বলেন নিজের ফিটনেস নিয়েও। জানান, এখনও শতভাগ ফিট নন তিনি।

বিভিন্ন সুত্রের খবর, ম্যাচের পর তামিম কথা বলেছেন বিসিবি সভাপতির সঙ্গে। জানিয়েছেন, বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচটি ম্যাচ খেলবেন তিনি। অথচ সূচি অনুযায়ী বিশ্বকাপে অন্তত ৯টি ম্যাচ খেলতেই হবে বাংলাদেশকে। দলের তারকা ব্যাটারের এমন শর্ত শুনে চটেছেন তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান।

বিসিবি সভাপতিকে সাকিব জানান, এমন হলে বিশ্বকাপে খেলবেন না তিনি। এই কথা জানার পর তামিমও বলেছেন, খেলতে চান না বিশ্বকাপে। তাতে অস্বস্তিকর এক পরিস্থিতির মুখে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাহায্যের জন্য দ্বারস্থ হন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার।

দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলে বিষয়টি সুরাহা করতে বলেন বিসিবি বস। নির্বাচনী কাজে নড়াইলে থাকা মাশরাফী ঢাকায় ফিরছেন। মুঠোফোনে তামিমের সঙ্গে কথা হলেও তিনি বিস্তারিত কিছু বলেন নি। বলেছেন, কথা বলবেন সামনাসামনি। সাকিব-তামিমের এই দ্বন্দ্বের বিষয়টি সত্যি হয়ে থাকলে বিশ্বকাপের আগে জটিল পরিস্থিতিতে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে শেষ পর্যন্ত জল কোন পর্যন্ত গড়ায় সেটাই এখন দেখার বিষয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।