কলাপাড়া প্রতিনিধি: বিশ্ব মানবতার মুক্তির দিশারী নিখিল বিশ্বের মহান নেয়ামত রহমাতুল্লীল আলামীন মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর শুভাগমন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও সিরাতুন্ নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে কুয়াকাটায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়াকাটা পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার আসর নামাজ বাদ পৌর কার্যালয় চত্তরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মোঃ মনির শরীফ, কাউন্সিলর মোঃ ফজলুল হক খান, মোঃ তৈয়বুর রহমান, মোঃ আবুল হোসেন ফরাজি,মোঃ হাবিবুর রহমান, মোঃ সহিদ দেওয়ান, মোঃ সাবের আহমেদ প্রমুখ।
দোয়া মাহফিলে নবীর জীবনী নিয়ে আলোচনা করেন, মাওলানা মোঃ রফিকুল ইসলাম সরওয়ারী, মাওলানা আব্দুল খালেক, মাও: কাজী মোঃ রফিকুল ইসলাম,হাফেজ মাওঃ মোঃ আবু বকর সিদ্দিক প্রমুখ।
দোয়া মাহফিলে পৌর এলাকার বিভিন্ন মাদ্রাসা,এতিমখানার ছাত্র এবং পৌরসভার ধর্ম প্রান মুসুল্লিরা অংশগ্রহণ করেন।