ঢাকাসোমবার , ২ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

নেছারাবাদে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ল ৯টি বসতঘর

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ২, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নেছারাবাদ প্রতিনিধি : নেছারাবাদে অগ্নিকাণ্ডে নয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার ভোরে স্বরূপকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে কাছেম সরদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নেছারাবাদ ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দা মালেক মিয়া বলেন, ‘আমরা ঘুমানো ছিলাম। আনুমানিক সোয়া চারটার সময় চিৎকার এবং আগুনে পোড়ার শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখি আগুনের লেলিহান শিখা। আগুনে নয়টি ঘর পুড়ে গেছে।’ অপর গ্রামবাসী রফিকুল ইসলাম বলেন, আগুনে কাঠের আড়তদার জলিল মিয়া, করাতকল মিস্ত্রি কালাম, শ্রমিক মিন্টু, রাজমিস্ত্রি জাকির, তরকারি বিক্রেতা নজরুল, পাপস বিক্রেতা খাইরুল এবং হানিফ, জাহিদ ও টিটুর ঘর পুড়ে গেছে।

নেছারাবাদ ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুস সালাম জানান, ‘আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নেভানোর কাজ শুরু করি। পরে আগুনের তীব্রতা আরও বাড়লে বানারীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে কাজ শুরু করে। আগুনে নয়টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।