ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ৩১, ২০২৩ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

এইচ.এম.এ রাতুল : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের সংশ্লিষ্ট শাখা।

জানা গেছে, হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে সর্বশেষ বরিশালের বন্দর থানার কুন্দিয়ালপাড়া এলাকার রিয়াজ উদ্দিন বিশ্বাস (৫০), পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কামারকাঠি এলাকার অনামিকা (২২) ও বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা এলাকার সেকান্দার আলী (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আর এ নিয়ে চলতি বছরে এ হাসপাতালে ভর্তি হওয়া প্রায় সাত হাজার রোগীর মধ্যে ১১৫ জন রোগীর মৃত্যু হয়েছে।

হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ৩৬ জন। বর্তমানে এ হাসপাতালে ১৪৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস জানান, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।