ঢাকারবিবার , ৩ ডিসেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৩, ২০২৩ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যাক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ,নিশ্চিত করবে এসডিজি অর্জন, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুয়াকাটায় পালিত হয়েছে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় একটি রেলী বের করা হয়। রেলী শেষে কুয়াকাটা সূর্যোদয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং কুয়াকাটা পৌরসভার পৃষ্ঠপোষকতায় রবিবার বেলা ১১ টায় কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সূর্যোদয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আবু তাহের ভুঁইয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের নারী কাউন্সিল রেহেনা পারভিন,ময়না বেগম, সাবেক কাউন্সিলর মোঃ ইসাহাক হাওলাদার প্রমুখ।

সভা সঞ্চালনা করেন এডিডি ইন্টারন্যাশনাল’র প্রকল্প সমন্বয়কারী এ.এম ইকবাল। পৌর এলাকার আলোচনা সভায় তিন শতাধিক প্রতিবন্ধী অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।