কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে শীতজনিত কারনে হার্ট অ্যাটাকে রেন ঝি (৪০) নামের এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল দশটার দিকে আরপিসিএল বিদ্যুৎকেন্দ্রের অভ্যান্তরে সৌরবিদ্যুৎ চালিত ইজিবাইকে তার মৃত্যু হয়।
মৃত রেন ঝি ওই বিদ্যুৎ কেন্দ্রের চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান নান থং সিং জিং নামের একটি কোম্পানীতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ আলী আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ওই ব্যক্তি নিজেই ইজিবাইক চালাচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঠান্ডাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।