ঢাকাসোমবার , ২২ জানুয়ারি ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

ভান্ডারিয়ায় চাঁদাবাজি ও মাদকের বিষয়ে জিরো টলারেন্সের ঘোষণা এমপি মহারাজের

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ২২, ২০২৪ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় চাঁদাবাজি বন্ধ ও মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ। শপথ নেওয়ার পর তিনি নিজ এলাকায় ফিরে রবিবার সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলা সমন্নয় সভায় যোগদান করে এ নির্দেশ দেন।

মহিউদ্দিন মহারাজ বলেন, কে কোন দলের কে আত্মীয় স্বজন বুঝিনা মাদকের সাথে জড়িত থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এসময় ওসিকে মাদকের ব্যাপরে জিরো টলারেন্স নীতি গ্রহন ও চাঁদাবাজি বন্ধের নির্দেশ প্রদান করে।

তিনি বলেন, আমি মানুষকে নির্বাচনের আগে কথা দিয়েছিলাম কোনো চাঁদাবাজি ও মাদক ব্যাবসায়ীদের সুযোগ দেওয়া হবে না। মানুষ আমার প্রতি যে বিশ্বাস রেখেছে আমি সেটা পূরণ করার চেষ্টা করতেছি। ভান্ডারিয়ায় সব প্রকার স্ট্যান্ডে অটোরিকশা, মোটর সাইকেল, ট্রলারটেম্পু, পিকআপ ভ্যানে জিপির নামে চাঁদা আদায় আজ থেকে বন্ধ ঘোষণা করলাম।

স্থানীয়রা জানায়, স্ট্যান্ডের চাঁদাবাজির কারণে অনেকটাই অতিষ্ঠ ছিল খেটে খাওয়া ক্ষুদ্র যানবাহনের চালক এবং তাদের পরিবারের সদস্যরা। এদিকে চাঁদার কারণে বেড়ে যায় ভাড়াও। তাই যাত্রী ও চালক উভয়েই ছিলেন বিপাকে।

স্থানীয় চালকরা বলেন, দৈনিক, মাসিক ও বার্ষিক বিভিন্ন হারে আমাদের কাছ থেকে চাঁদা আদায় করত। বিচার দেওয়ার জায়গাও ছিল না। আমাদের সুবিধা হয়েছে, আজ থেকে কোনো চাঁদা দেয়া লাগবেনা।

সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী আফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা, ভান্ডারিয়া পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, ভান্ডারিয়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসাইন, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।