পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী সদরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার দুপুরে (৩০ জানুয়ারি) বর্তমান শিক্ষা ব্যবস্থার নতুন কারিকুলাম নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক মত বিনিময় ও অভিভাবক সমাবেশ বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম মনির মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া, সহকারী শিক্ষক যুথিকা কুন্ড, সহকারী শিক্ষক আব্দুল হক, সুচরিতা কুন্ডু, মিল্টন চন্দ্র পাল, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ছাত্র অভিভাবক শান্তা বেগম, সুস্মিতা কর্মকার, হাফিজা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, ছেলেমেয়েদের নিয়মিত স্কুলে পাঠাতে হবে, নতুন কারিকুলাম শিক্ষার্থীদের জন্য সময় উপযোগী পদক্ষেপ। যদি কোন শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয় আসা-যাওয়া করে তাহলে তার আর প্রাইভেট পড়ার কোন দরকার হবে না। এবং তিনি আরো বলেন, অভিভাবকদের সচেতন হতে হবে যাতে করে তার ছেলে মেয়ে কোন খারাপ পরিবেশে না মেলে ও মোবাইল ফোনে আসক্ত না হয়।