ঢাকাবৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

বৃষ্টিতে ভিজেই ইজতেমা ময়দানে বয়ান শুনছেন ধর্মপ্রাণ মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে বিকেলের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এর আগে বুধবার মধ্যরাতেও এক দফা হালকা বৃষ্টি হয়েছিল।

সরেজমিনে ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, বৃষ্টি শুরু হওয়ায় ইজতেমা ময়দানে মুসল্লিদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়।

ময়দানের বাইরে থাকা মুসল্লিরা নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। সময় বাড়ার সাথে সাথে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে। সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে বেড়ে যাওয়ায় মুসল্লিরা দুর্ভোগে পড়েন। সন্ধ্যা ৭টায় বৃষ্টির তীব্রতা বাড়ে।

বৃষ্টির সময় বাদ মাগরিব বয়ান করছেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। বৃষ্টির মধ্যে ভিজেই বয়ান শুনছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ইজতেমা ময়দানে কর্তব্যরত তিতাস গ্যাস কর্মকর্তা মফিজ মিয়া জানান, বৃষ্টিতে সমস্যা হচ্ছে। তবে আল্লাহ হেফাজত করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।