ঢাকাশনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

অনুমতি ছাড়া হজ করলে কারাদণ্ড, হতে পারে অর্থদন্ডও

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ধর্ম ডেস্ক : প্রয়োজনীয় অনুমতি ছাড়া আসন্ন হজে অংশ না নিতে দর্শনার্থী ও বাসিন্দাদের সতর্ক করেছে সৌদি আরব সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, প্রয়োজনীয় অনুমতি গ্রহণ না করে হজ করা অবৈধ। এটি করলে ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত (বাংলাদেশি টাকায় ১৫ লাখ টাকা) জরিমানা করা হবে। খবর গালফ নিউজের

মন্ত্রণালয় জানিয়েছে, সুষ্ঠু ও মসৃণ পন্থায় হজ পালন নিশ্চিত করতে এবং সম্ভাব্য অনুমতি ছাড়া হজ পালন কমিয়ে আনার জন্য এই জরিমানা চালু করা হয়েছে।

এছাড়া যথাযথ অনুমতি ছাড়া কেউ হজযাত্রী পরিবহন করতে গিয়ে ধরা পড়লে তাকেও ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজ বিধিমালা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত প্রবাসীদের ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে। তারপরে সৌদি আরব থেকে বের করে দেওয়া হবে। আগামী ১০ বছরের জন্য তাদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।