মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জের বিএনপি নেতাও বিশিষ্ট ব্যবসায়ী মো. বশিরুল কবির আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তিনি ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ঐক্য ফোরামের সভাপতি ছিলেন।
শনিবার (২ মার্চ ) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকার বাসায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
তিনি উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সুবিদখালী গ্রামের মৃত মহব্বত আলী হাওলাদারের মেঝ ছেলে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি, স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিএনপির এই নেতার মৃত্যুতে উপজেলা বিএনপিসহ বিভিন্ন মহল থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।