ঢাকারবিবার , ৩ মার্চ ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

কুয়াকাটায় বিশ্ব বন্যপ্রানী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদন
মার্চ ৩, ২০২৪ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া প্রতিনিধি: আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস। পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকূল বাঁচাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পর্যটন নগরী কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব বন্যপ্রাণী দিবস।

দিবসটি উপলক্ষে রবিবার বেলা এগারোটায় কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে বন্যপ্রাণী প্রেমী শতাধিক মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচি শেষে কুয়াকাটা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজন সংগঠনের নেতৃবৃন্দ বন্যপ্রাণী বিপন্ন রোধে সচেতনতা বৃদ্ধি ও রক্ষায় করণীয় নিয়ে আলোকপাত করেন। পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর সর্বত্র সঠিক প্রয়োগের আহবান জানান বক্তারা।

ওয়াটারকিপার্স বাংলাদেশ এর কলাপাড়া উপজেলা সমন্বয়ক সিনিয়র সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু’র সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, কুয়াকাটা প্রেসক্লাব, আমরা কলাপাড়াবাসী, এনিমেল লাভার্স অব পটুয়াখালী যৌথভাবে এ মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।