বরগুনা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে পাথরঘাটা ছাত্রদলের আনন্দ মিছিল ।
দীর্ঘ বছর পর পাথরঘাটা উপজেলা বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল রবিবার রাত ৮টায় পাথরঘাটা উপজেলা, পৌর, কলেজ শাখা যোথভাবে শহরে আনন্দ মিছিল বের করে। এ সময় পৌর ছাত্রদল সদস্য সচিব খায়রুল ইসলাম শরীফ, উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক কে এম হাসিবুল্লাহ, পৌর যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান, বরগুনা জেলা ছাত্রদল সম্পাদক সাইদ বেলাল, উপজেলা সদস্য এনামুল হক মনি, কলেজ ছাত্রদল যুগ্ম আহবায়ক রাজিব সরকারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং রেলিতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল রাকিব ও নাসির উদ্দিন নাসিরকে সাধারণ সম্পাদক এবং আমানুল্লাহ আমানকে সাংগঠনিক সম্পাদক করায় পাথরঘাটা শাখারনেতা কর্মীরা উজ্জীবিত এবং আনন্দিত হয়েছেন বলে তারা এক বিবৃতিতে জানিয়েছেন ।