ঢাকাশনিবার , ৮ জুন ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাউখালীতে মাদ্রাসার ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদন
জুন ৮, ২০২৪ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে এক মাদ্রাসা ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পারিবারিক, ও স্থানীয় ইউপি সদস্য আজম খান জানান, কাউখালী উপজেলার পার্শ্ববর্তী ঝালকাঠির সদর থানার গুয়াটোন গ্রামের আব্দুর রহমানের ছেলে নোয়াপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র আবু সুফিয়ান আরিফ (১২) গত ৪ জুন মাদ্রাসা থেকে কাউখালী উপজেলার দক্ষিণ বড় বিড়ালজুরি গ্রামে নানা সিদ্দিকুর রহমানের বাড়িতে বেড়াতে আসেন।

শুক্রবার মাগরিবের নামাজের পড়ার কথা বলে ঘর থেকে বের হয়ে গেলে অনেক খোঁজাখুঁজির পরে কোন সন্ধান পাওয়া যায়নি। (৮জুন) শনিবার সকালে বাড়ির পাশের সুপারী বাগানে ভিতরে গলায় ওড়না প্যাচানো অবস্থায় দেখতে পেলে এসময় তার মামা আব্দুল করিম কাউখালী থানায় খবর দিলে এস,আই হুমায়ুন কবির ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে কাউখালী থানায় নিয়ে আসে।

নিহত আরিফের ফুফু সুমাইয়া বেগম জানান, নিহত আরিফের বাবা সাথে তাদের দীর্ঘদিন ধরে কোন সম্পর্ক নেই আরিফ ও তার দুই বোন তারা নানা বাড়ি থাকে।

এস,আই হুমায়ুন কবির জানান, লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।