নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বরিশাল নগরীতে পৃথক পদযাত্রা করেছে বিএনপি।
শনিবার (১৯ আগস্ট) সকালে বরিশাল নগরের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে সদর রোড অভিমুখে পদযাত্রা করে দক্ষিণ জেলা বিএনপি।
এদিকে বেলা ১১টার দিকে মহানগর ও উত্তর জেলা বিএনপির নেতাকর্মীরা সদর রোড থেকে পদযাত্রা বের করে, যা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদমারী এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবি জানান।
বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আফরোজা খানম নাসরিন বলেন, প্রতিহিংসার বিচারে বন্দী, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের আস্থার প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আজকের এই পদযাত্রা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।