ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আগামী সপ্তাহেই গণভোট আইন প্রণয়ন নিশ্চিত: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ২০, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যে গণভোট আইন প্রণয়ন করা হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান।

উপদেষ্টা বলেন, “এই উইকে আইন প্রণয়ন শেষ হবে। আমরা দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করতে চাই।” এছাড়া তিনি উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাযজ্ঞের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরানোর জন্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। ইতালিতে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ আদালতের সহায়তায় তাদের ফেরত আনার পরিকল্পনা করা হচ্ছে। ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং দ্রুত ফেরতের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে। অধ্যাদেশটি প্রণয়নের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে। নতুন ব্যবস্থায় নিম্ন আদালতের বিচারক নিয়োগ, বদলি, আদালতের কন্ট্রোল এবং শৃঙ্খলা সুপ্রিম কোর্ট সচিবালয়ের হাতে থাকবে।

উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, “এ পদক্ষেপ বিচার বিভাগের স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি করবে এবং দেশের ন্যায়বিচারের মান উন্নত করবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।