ডেস্ক রিপোর্ট ॥ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, দেশে গণভোটের জন্য এখনও কোনো আইনি কাঠামো নেই। গণভোট আয়োজনের আগে একটি আইন প্রণয়ন অত্যাবশ্যক।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তিনি বলেন, গণভোটের প্রক্রিয়া শুরু করার আগে আইন থাকা জরুরি। অতীত উদাহরণ টেনে তিনি বলেন, ১৯৭৮ ও ১৯৮৫ সালে জিয়াউর রহমান এবং হুসেইন মুহাম্মদ এরশাদের সময়ে গণভোট হয়েছে। ১৯৯১ সালের আইন বিচারপতি সাহাবুদ্দীন আহমদ তৈরি করেছিলেন।
সিইসি বলেন, রাজনৈতিক নেতারা গণভোট নিয়ে প্রশ্ন করছেন। এসব প্রশ্নের উত্তর আইন প্রণয়নের পরই দেওয়া সম্ভব। আইন তৈরি হলে নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং কার্যক্রম শুরু করতে পারবে।
সংলাপে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, “গণভোটের দিন নির্ধারিত, কিন্তু ইসি এখনো প্রস্তুত নয়। কীভাবে গণভোট হবে, তা আমরা দেখতে পাচ্ছি না। কমিশনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”
সিইসি এ দিন সংলাপে গণভোট সংক্রান্ত আইন, প্রস্তুতি ও রাজনৈতিক দলের প্রশ্নের উত্তর প্রদান সংক্রান্ত বিষয় স্পষ্টভাবে তুলে ধরেন।
