ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

নলছিটি পুলিশের অভিযানে মাদক মামলার আসামি আটক

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ১৯, ২০২৫ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি জেলার নলছিটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি মো. শাহিন সরদার (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নলছিটি থানার পুলিশ সূত্রে জানা যায়, শাহিনকে মঙ্গলবার রাতেই পৌরসভার ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। তিনি পৌরসভার ফেরিঘাট এলাকার আনিচ সরদারের ছেলে। নলছিটি থানার ওসি আব্দুস ছালাম জানান, “আদালতের রায় ঘোষণার পর থেকে পলাতক থাকা আসামিকে ধরার জন্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।”

মামলার বিবরণে বলা হয়, চলতি বছরের জুলাই মাসে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অভিযানের নেতৃত্ব দেন এএসআই নাজমুল ইসলাম, যিনি দলের সঙ্গে মিলিত হয়ে তাকে গ্রেপ্তার করেন।

ওসি আব্দুস ছালাম আরও জানান, “শাহিন সরদারের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১৭টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য মামলায় প্রক্রিয়া শুরু হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।