গৌরনদী প্রতিনিধি ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাশে বুধবার বিকেল তিনটার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়াগতির মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী সাকুরা পরিবহণ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাঁদের মধ্যে পড়ে যায়। দুর্ঘটনায় অন্তত ১৩ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহন দুর্ঘটনাস্থল অতিক্রমের সময় পাশ্ববর্তী একটি পকেট রাস্তা দিয়ে অতিরিক্ত গতিতে একটি মোটরসাইকেল হঠাৎ মহাসড়কে উঠে আসে। মুহূর্তের মধ্যে সংঘর্ষ এড়াতে বাসচালক বাসকে বাঁকিয়ে নেন। কিন্তু দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তার পাশের খাঁদে পড়ে যায়।
খবর পেয়ে বিপুল হোসেন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল চালক ও আরোহীসহ ১৩ জন আহত যাত্রীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, পকেট রাস্তা দিয়ে অসতর্ক ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল মহাসড়কে ওঠা-নামা করার প্রবণতা দিন দিন বাড়ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে মহাসড়কে আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করেন তারা।
