ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে চার দিনের সফরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। তার এই সফরকে নির্বাচন-পূর্ব রাজনৈতিক পরিবেশ মূল্যায়ন এবং সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সফরকালে মহাসচিব দেশের অন্তর্বর্তী সরকারের উর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক হবে। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের হাইকমিশনার, রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের সঙ্গে কথোপকথনে অংশ নেবেন তিনি।
কমনওয়েলথ জানায়, মহাসচিব এই সফরে তাদের নতুন ‘স্ট্র্যাটেজিক প্ল্যান’ বা কৌশলগত পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণতন্ত্রের উন্নয়ন, শান্তি এবং সুশাসন বিষয়গুলো সামনে আনবেন। একই সঙ্গে তিনি বুঝতে চাইবেন বাংলাদেশের জন্য কোন ধরনের সহায়তা সবচেয়ে কার্যকর হতে পারে।
বিবৃতিতে শার্লি বচওয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে কমনওয়েলথের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়েছে। বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে এই অংশীদারিত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র নিশ্চিত করতে কমনওয়েলথ প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ের অংশীদারদের সঙ্গে বিস্তৃত সংলাপের মাধ্যমে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করতে চান।
গত মাসে কমনওয়েলথের প্রাক-নির্বাচনী মূল্যায়ন দলও বাংলাদেশ সফর করে বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ করেছিল। মহাসচিবের সফর সেই মিশনের একটি ধারাবাহিক উদ্যোগ।
