হিজলা প্রতিনিধি ॥ জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে আবারও কঠোর অবস্থানে প্রশাসন। জাটকা সংরক্ষণ ও অবৈধ জাল নির্মূলে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। অভিযানে হিজলা উপজেলা মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশ নেন।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, জাটকা রক্ষা কর্মসূচির আওতায় নদীতে অভিযান চালিয়ে জেলেদের পেতে রাখা মোট ১ লাখ ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে জাটকা নিধনের উদ্দেশ্যে এসব জাল ব্যবহার করছিল।
মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান শেষে মেঘনা নদীর তীরবর্তী এলাকায় জব্দকৃত কারেন্ট জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এতে অবৈধভাবে জাটকা নিধনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর বার্তা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং জাটকা রক্ষায় আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মেঘনা নদীকে কারেন্ট জাল ও জাটকামুক্ত রাখতে ভবিষ্যতে আরও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিষিদ্ধ জালের ব্যবহার ও জাটকা নিধনের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান চলমান থাকবে।
