ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১৩, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ওয়েবসাইটে ৪৫৭ পৃষ্ঠার এই রায় প্রকাশিত হয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো এই মামলার পূর্ণাঙ্গ বিচারিক দলিল সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো।

রায়ে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধ ছিল পরিকল্পিত ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত। ট্রাইব্যুনাল মত দেয়, অভিযুক্তরা ক্ষমতার শীর্ষে থেকে এসব অপরাধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন।

এর আগে, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। অপর একটি অভিযোগে তাদের বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, সেটিকে অপর্যাপ্ত মনে করে তারা আপিল করেছে। আপিলে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আবেদন জানিয়েছে।

আইন বিশেষজ্ঞদের মতে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নথিভুক্ত ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যৎ আপিল ও আন্তর্জাতিক পর্যায়ে মামলার তথ্য যাচাইয়েও এই রায় গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ব্যবহৃত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।