স্পোর্টস ডেস্ক॥ আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনড় অবস্থানে রয়েছে। আইসিসির পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে সিদ্ধান্ত পরিবর্তনে রাজি হয়নি বিসিবি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আইসিসি ও বিসিবির মধ্যে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্স সভা শেষে বিসিবির পক্ষ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।
সভায় বিসিবির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিসিবি আগেই সেখানে দল পাঠানোর বিষয়ে আপত্তি জানিয়েছিল। আইসিসির সঙ্গে সর্বশেষ বৈঠকেও সেই অবস্থান পুনরায় তুলে ধরা হয়েছে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়, বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গেছে এবং আয়োজক হিসেবে ভারতের প্রস্তুতিও চলছে।
তবে বিসিবি জানিয়েছে, ক্রিকেটার, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে তারা কোনো ঝুঁকি নিতে চায় না। সে কারণেই বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার প্রস্তাব আবারও আইসিসির কাছে উপস্থাপন করা হয়েছে।
বিসিবি ও আইসিসি উভয় পক্ষই আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আগ্রহ প্রকাশ করেছে। সামনের দিনগুলোতেও নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
