পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা সংক্রান্ত রোড শো এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে বেলুন ফেষ্টুন উড়িয়ে বর্নীল রোড শো এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. শহীদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, সিভিল সার্জন মোঃ খালেদুর রহমান মিয়া, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুন্সি ওহীদুজ্জামান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বলেন নির্বাচনের দিন ভোটারদেরকে দুইটি ব্যালট পেপারে ভোট দিতে হবে। একটি ব্যালটে ভোটারগন প্রার্থী নির্বাচন করবেন অন্যটিতে গনভোট দিবেন। গনভোটে হ্যাঁ দিলে জুলাই সনদসহ বিভিন্ন সুবিধা দ্রুত সময়ে নিশ্চিত হবে বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে রোড শো এর কনভয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।
সাধারন জনগন যাতে গনভোট সম্পর্কে সচেতন হতে পারে সে লক্ষ্যে এই কনভয়ের মাধ্যমে জেলাব্যাপী প্রচারনা চালানো হবে।
