ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১৩, ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা সংক্রান্ত রোড শো এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে বেলুন ফেষ্টুন উড়িয়ে বর্নীল রোড শো এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. শহীদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, সিভিল সার্জন মোঃ খালেদুর রহমান মিয়া, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুন্সি ওহীদুজ্জামান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বলেন নির্বাচনের দিন ভোটারদেরকে দুইটি ব্যালট পেপারে ভোট দিতে হবে। একটি ব্যালটে ভোটারগন প্রার্থী নির্বাচন করবেন অন্যটিতে গনভোট দিবেন। গনভোটে হ্যাঁ দিলে জুলাই সনদসহ বিভিন্ন সুবিধা দ্রুত সময়ে নিশ্চিত হবে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রোড শো এর কনভয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।

সাধারন জনগন যাতে গনভোট সম্পর্কে সচেতন হতে পারে সে লক্ষ্যে এই কনভয়ের মাধ্যমে জেলাব্যাপী প্রচারনা চালানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।