ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জোট রাজনীতিতে ভাঙন, ২৬৮ আসনে একক লড়াইয়ে ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১৬, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক জোটে না থেকে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি জানিয়েছে, তারা আর ১১ দলীয় জোটে থাকছে না এবং নিজেদের সাংগঠনিক শক্তির ওপর ভর করেই নির্বাচনী মাঠে নামবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র গাজী আতাউর রহমান এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে ২৬৮টি আসনে প্রার্থী দেবে এবং স্বাধীনভাবে জনগণের রায় প্রত্যাশা করবে।

গাজী আতাউর রহমান বলেন, “আমরা আর ১১ দলীয় জোটে থাকছি না। দলীয় নীতি, আদর্শ ও জনগণের প্রত্যাশার প্রতি সম্মান রেখেই এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কাছে একটি বিকল্প শক্তি হিসেবে নিজেদের তুলে ধরতে চায়।

প্রসঙ্গত, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে ৫০টি আসন খালি রাখার সিদ্ধান্ত নিলেও চরমোনাই পীর মুফতি রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সমঝোতায় না গিয়ে স্বতন্ত্রভাবে লড়াইয়ের পথ বেছে নিয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশন বর্তমানে মনোনয়নপত্র বাছাই শেষে আপিল নিষ্পত্তির পর্যায়ে রয়েছে। কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।