ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ দিনে ৩৮০টি আপিলে ২৭৭টি মঞ্জুর, ২৩টি পেন্ডিং: নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১৪, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচন কমিশনের আপিল শুনানির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৩৮০টি আপিলের মধ্যে ২৭৭টি মঞ্জুর, ৮১টি নামঞ্জুর এবং ২৩টি আপিল পেন্ডিং রয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আপিলের পঞ্চম দিনে মোট ১০০টি শুনানি হয়। এর মধ্যে ৭৩টি মঞ্জুর করা হয়েছে, ১৭টি নামঞ্জুর এবং ১০টি পেন্ডিং রাখা হয়েছে। ক্রমিক নম্বর ২৮১ থেকে ৩৮০ পর্যন্ত আপিলের শুনানি সম্পন্ন হয়।

একই সময় তিনি জানান, পোস্টাল ব্যালটের প্রতীকের ধারাবাহিক সিরিয়াল অনুযায়ী ছাপ দেওয়া হয়েছে। বিএনপি যে অভিযোগ তুলেছে, তা গেজেটের ধারাবাহিকতার ভিত্তিতে প্রক্রিয়াগতভাবে সমাধান করা হয়েছে। এছাড়া বাহরাইনের একটি ডেলিভারি পয়েন্ট থেকে অন্যের পোস্টাল ব্যালট সরবরাহের বিষয়টি পোস্ট অফিস তদন্ত করবে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপিলগুলো পরিচালনার ফলে প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন এবং প্রার্থিতা সংক্রান্ত যেকোনো বিরোধ নিষ্পত্তি হচ্ছে স্বচ্ছভাবে। এটি নির্বাচনের স্বচ্ছতা ও জনগণের বিশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।