আন্তর্জাতিক ডেস্ক ॥ বাংলাদেশে ছাত্র-নাগরিক আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান নিয়ে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার (৬ ডিসেম্বর) এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও এডিটর-ইন-চিফ রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে তিনি বলেন—শেখ হাসিনা ‘নির্দিষ্ট পরিস্থিতিতে’ ভারতে এসেছেন এবং তিনি কতদিন থাকবেন তা পুরোপুরি তার নিজের সিদ্ধান্ত।
জয়শঙ্কর জানান, “যে পরিস্থিতির কারণে তিনি এখানে এসেছেন, সেই পরিস্থিতিই তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে।” ভারতের উদ্দেশ্য নয়—কতদিন থাকবে, বা কীভাবে থাকবে তা নির্ধারণ করা। সিদ্ধান্ত সম্পূর্ণই শেখ হাসিনার।
গত বছরের আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। সেই সময় তীব্র সংঘর্ষ, হতাহত এবং রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। নিরাপত্তাজনিত কারণে তিনি ভারতে পালিয়ে যেতে বাধ্য হন এবং বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন।
রাহুল কানওয়াল প্রশ্ন করেন—ভারত কি তাকে অবাধে থাকার সুযোগ দেবে? এ প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, “এটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। পরিস্থিতি এবং তার নিজের সিদ্ধান্তই এখানে প্রধান ভূমিকা পালন করবে।”
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি আরও বলেন, “বাংলাদেশের বর্তমান নেতৃত্ব বলছে—আগে যেভাবে নির্বাচন হয়েছে সে নিয়ে তাদের আপত্তি ছিল। যদি নির্বাচনই মূল সমস্যা, তবে জরুরি ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা প্রয়োজন।”
জয়শঙ্করের বক্তব্য স্পষ্ট করেছে—শেখ হাসিনার ভবিষ্যৎ অবস্থান ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং পরিস্থিতি ও ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এ মন্তব্যকে কেন্দ্র করে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম হয়েছে।
