আন্তর্জাতিক ডেস্ক ॥ বিশ্বব্যাপী অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রদান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নির্দেশনার ফলে এসব দেশের নাগরিকরা আপাতত যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ বুধবার (১৪ জানুয়ারি) এই তথ্য প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে নির্দেশনা পাঠিয়েছে, যাতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব দেশের নাগরিকদের ভিসা আবেদন গ্রহণ বা অনুমোদন না করা হয়। এই সিদ্ধান্তকে অভিবাসন ইতিহাসে অন্যতম কঠোর পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভিসা প্রদান প্রক্রিয়া বর্তমানে পূর্ণাঙ্গভাবে পুনর্মূল্যায়নের মধ্য দিয়ে যাচ্ছে। মূলত যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সরকারি কল্যাণ ভাতা বা সামাজিক সুরক্ষা কর্মসূচির ওপর অতিরিক্তভাবে নির্ভরশীল হন, তাদের প্রবেশ সীমিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অভিবাসন ব্যবস্থাকে আরও কঠোর ও স্বনির্ভরকেন্দ্রিক করতে এই পুনর্মূল্যায়ন প্রয়োজন। এই সময়ের মধ্যে নির্দিষ্ট ৭৫টি দেশের নাগরিকদের কোনো আবেদন গ্রহণ করা হবে না। তবে এই স্থগিতাদেশ কতদিন কার্যকর থাকবে, সে বিষয়ে এখনো কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।
এই সিদ্ধান্তের পেছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। গত ৪ জানুয়ারি তিনি ‘ট্রুথ সোশ্যাল’-এ ১২০টি দেশের একটি তালিকা প্রকাশ করেন, যেখানে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের মধ্যে সরকারি সহায়তা গ্রহণের হার তুলে ধরা হয়। তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম।
তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারের প্রায় ৫৪.৮ শতাংশ কোনো না কোনোভাবে সরকারি সহায়তা গ্রহণ করে থাকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভুটানের নাম থাকলেও ভারত ও শ্রীলঙ্কা এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।
ফক্স নিউজ প্রকাশিত ৭৫টি দেশের তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে রাশিয়া, পাকিস্তান, ইরান, ইরাক, মিশর, আফগানিস্তান, ব্রাজিল, কিউবা, নাইজেরিয়া, সিরিয়া ও ইয়েমেনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ। নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান আইনের আওতায় কনস্যুলার কর্মকর্তারা এখন থেকে এসব দেশের নাগরিকদের ভিসা দিতে পারবেন না।
এই আকস্মিক সিদ্ধান্তে শিক্ষার্থী, পর্যটক ও অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বৈশ্বিক ভূ-রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে।
সূত্র: ফক্স নিউজ
