ডেস্ক রিপোর্ট ॥ দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ও দলের সুনাম রক্ষায় সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, তার দেশে ফেরার দিন এয়ারপোর্টে ভিড় করলে তা নেতিবাচক বার্তা দিতে পারে, যা কারও কাম্য নয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “২৫ তারিখে আমি দেশে ফিরবো ইনশাআল্লাহ। কিন্তু সেই দিন আপনারা কেউ দয়া করে এয়ারপোর্টে যাবেন না।” তিনি জানান, এয়ারপোর্টে বড় জমায়েত বা বিশৃঙ্খলা হলে তা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৮ বছর প্রবাস জীবনে তিনি যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। এই সময়ে তাঁদের সঙ্গে অনেক সুখ-দুঃখ, সংগ্রাম ও রাজনৈতিক স্মৃতি জমা হয়েছে, যা তিনি আজীবন মনে রাখবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “যারা আমার অনুরোধ রাখবেন এবং এয়ারপোর্টে যাবেন না, আমি ধরে নেব তারা দল ও দেশের সম্মানের প্রতি শ্রদ্ধাশীল।” একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, তাঁর নিষেধাজ্ঞা অমান্য করে যারা সেখানে যাবেন, তাদের তিনি ব্যক্তিগত স্বার্থের দৃষ্টিকোণ থেকেই দেখবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই বক্তব্য দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিতে দায়িত্বশীল আচরণের একটি স্পষ্ট নির্দেশনা।
