ডেস্ক রিপোর্ট ॥ বিশ্বজুড়ে শ্রমশক্তির সংকট থাকলেও বাংলাদেশ দালাল-সিন্ডিকেটের কারণে সেই সুযোগ কাজে লাগাতে পারছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের পথ দালালমুক্ত না হলে দেশের সম্ভাবনাময় এই খাত কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে পারবে না।
বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর পুরো প্রক্রিয়াই দালাল নির্ভর। সরকার বাস্তবতা থেকে অনেক দূরে থাকায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ১৭ হাজার শ্রমিক সব প্রক্রিয়া শেষ করেও মালয়েশিয়া যেতে না পারার ঘটনাই এর বড় উদাহরণ।
জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, জাপানে শ্রমিক সংকট চরম আকার ধারণ করেছে। বহু শহরে ট্যাক্সি চলাচল বন্ধ, মাইলের পর মাইল জমি অনাবাদি পড়ে আছে। তারা বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী হলেও দালাল ও ব্যবস্থাগত জটিলতায় সেই সুযোগ কাজে লাগানো যাচ্ছে না।
প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীতে এখন তারুণ্যের অভাব, আর বাংলাদেশ হচ্ছে তারুণ্যের খনি। এই তরুণ জনশক্তি সোনার চেয়েও মূল্যবান। সারা পৃথিবীকে আমাদের কাছেই আসতে হবে, কারণ এত বিপুল তরুণ জনশক্তি আর কোথাও নেই।
তিনি জানান, শুধু ভাষা শিক্ষা নিশ্চিত করা গেলে বাংলাদেশ এক লাখ শ্রমিক সহজেই জাপানে পাঠাতে সক্ষম।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
