ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জাতিসংঘের উদ্বেগ, চাইলেন বিচার

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২০, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ জাতিসংঘের পক্ষ থেকে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মহাসচিব আন্তোনিও গুতেরেস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে স্টিফেন দুজারিক এই তথ্য জানান।

মুখপাত্র জানাচ্ছেন, মহাসচিব নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মহাসচিব সতর্ক করেছেন, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে দেশজুড়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে হবে এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে।

এর আগে মানবাধিকার কমিশনও হাদির হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। কমিশনার ফলকার তুর্ক জোর দিয়ে বলেছেন, হত্যাকাণ্ডে প্রতিশোধ গ্রহণ শুধু বিভাজন ও সহিংসতা বাড়াবে এবং নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করবে। তিনি বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করার পাশাপাশি দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়েছে, ওসমান হাদি গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন। এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সংহতি ও শান্তি বজায় রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে ধরা হচ্ছে।

জাতিসংঘের আহ্বান অনুযায়ী, বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক কর্মকাণ্ড শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য সকল পক্ষকে সংযম ও ন্যায়পরায়ণ হতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।