ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়ায় অস্ত্রসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৮, ২০২৬ ৫:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া তারিকুল ইসলাম তারেক বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বানারীপাড়া থানার ওসি মজিবর রহমানের নির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত) শতদল মজুমদারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার গ্রামের নিজ বাড়ি থেকে তারিকুল ইসলাম তারেককে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় তার হেফাজত থেকে একটি পাইপগান, আটটি কার্তুজ, দুটি ছেনি এবং একটি রামদা উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র ও ধারালো সামগ্রী অবৈধভাবে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারিকুল ইসলাম তারেক রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। তিনি ২০১১ সালে সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিলেও পরাজিত হন।

গ্রেফতারের পর পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে তাকে বরিশাল আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

বানারীপাড়া থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রের ব্যবহার ও এর পেছনের উদ্দেশ্য জানতে তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনে এ ঘটনায় আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।