ডেস্ক রিপোর্ট ॥ ভারতের কলকাতা, মুম্বাই ও চেন্নাই ডেপুটি হাইকমিশন থেকে পর্যটক ভিসা ইস্যু সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে কার্যকর হওয়া এই নির্দেশ অনুযায়ী ব্যবসা ও কর্মসংস্থান ছাড়া অন্য কোনো ভিসা ইস্যু করা হবে না।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, নিরাপত্তা এবং দুই দেশের মধ্যে উত্তেজনার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে দিল্লি, আগরতলা ও গোহাটিতে বাংলাদেশি হাইকমিশন থেকেও পর্যটক ভিসা সীমিত করা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে থাকা চারটি ভারতীয় ভিসা কেন্দ্র ভাঙচুর ও বিক্ষোভের শিকার হয়।
পরবর্তীতে কিছু সীমিত ক্ষেত্রে মেডিকেল ভিসা ছাড়া অন্যান্য ভিসা কার্যক্রম স্থগিত রাখা হয়। বর্তমানে বাংলাদেশিরা ভারত থেকে পর্যটক ভিসা নিতে পারছে না। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চলমান পরিস্থিতিতে দুই দেশের পর্যটন ও কূটনৈতিক সম্পর্ক সীমিত থাকতে পারে।
সরকারি সূত্র জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ভিসা ইস্যু পুনরায় চালু হবে। এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে কূটনৈতিক সতর্কতার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নিরাপত্তা বিষয়গুলো বিবেচনায় রেখে পর্যটক ভিসা সীমিত করা হয়েছে। ভিসা সীমাবদ্ধতার কারণে পর্যটক ও ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
