ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভারতের নাগরিকদের বাংলাদেশে পর্যটক ভিসা সীমিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৮, ২০২৬ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ভারতের কলকাতা, মুম্বাই ও চেন্নাই ডেপুটি হাইকমিশন থেকে পর্যটক ভিসা ইস্যু সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে কার্যকর হওয়া এই নির্দেশ অনুযায়ী ব্যবসা ও কর্মসংস্থান ছাড়া অন্য কোনো ভিসা ইস্যু করা হবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, নিরাপত্তা এবং দুই দেশের মধ্যে উত্তেজনার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে দিল্লি, আগরতলা ও গোহাটিতে বাংলাদেশি হাইকমিশন থেকেও পর্যটক ভিসা সীমিত করা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে থাকা চারটি ভারতীয় ভিসা কেন্দ্র ভাঙচুর ও বিক্ষোভের শিকার হয়।

পরবর্তীতে কিছু সীমিত ক্ষেত্রে মেডিকেল ভিসা ছাড়া অন্যান্য ভিসা কার্যক্রম স্থগিত রাখা হয়। বর্তমানে বাংলাদেশিরা ভারত থেকে পর্যটক ভিসা নিতে পারছে না। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চলমান পরিস্থিতিতে দুই দেশের পর্যটন ও কূটনৈতিক সম্পর্ক সীমিত থাকতে পারে।

সরকারি সূত্র জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ভিসা ইস্যু পুনরায় চালু হবে। এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে কূটনৈতিক সতর্কতার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নিরাপত্তা বিষয়গুলো বিবেচনায় রেখে পর্যটক ভিসা সীমিত করা হয়েছে। ভিসা সীমাবদ্ধতার কারণে পর্যটক ও ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।