ঝালকাঠি প্রতিনিধি ॥ বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশের স্মৃতিবিজড়িত ঝালকাঠির রাজাপুর উপজেলার জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার পরিদর্শন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি শুক্তাগড় ইউনিয়নে অবস্থিত এ স্থাপনায় যান।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি গভর্নরকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কবি জীবনানন্দ দাশ ও ধানসিঁড়ি নদীর সঙ্গে তাঁর আত্মিক সম্পর্কের ঐতিহাসিক পটভূমি তুলে ধরেন। তিনি জানান, কবি জীবনানন্দ দাশের কবিতায় ধানসিঁড়ি নদী বারবার ফিরে এসেছে, যা তাঁর জীবনের স্মৃতি ও অনুভূতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
পরিদর্শনকালে গভর্নরের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমদ মাসুদ ও পরিচালক মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। পাঠাগারে পর্যাপ্ত সংগ্রহ না থাকায় গভর্নর কিছুটা হতাশা প্রকাশ করেন। পাশাপাশি ধানসিঁড়ি নদী আগের তুলনায় ছোট হয়ে যাওয়ার বিষয়েও তিনি উদ্বেগ জানান।
জানা যায়, ২০২৩ সালে কবির স্মৃতিকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাজাপুর উপজেলার পিংড়ি এলাকায় ধানসিঁড়ি নদীর তীরে দুই কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগারের নির্মাণকাজ শুরু হয়। কাজ শেষ হলেও এখনো এটি আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর হয়নি।
সাহিত্য গবেষকদের মতে, কবি জীবনানন্দ দাশের সঙ্গে ধানসিঁড়ি নদীর সম্পর্ক শুধু ভৌগোলিক নয়, বরং সাহিত্যিক ও আবেগঘন। বরিশাল থেকে কলকাতা যাতায়াতের নদীপথে এই নদীই তাঁর স্মৃতিতে গভীরভাবে স্থান করে নেয়, যা তাঁর কবিতার ভাষায় অমর হয়ে আছে।
