ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১৩, ২০২৬ ৬:২১ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে তার প্রশাসন। এর ফল হিসেবে গত এক বছরে দেশটিতে এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের অভিবাসন ইতিহাসে একটি নতুন রেকর্ড বলে মনে করছেন বিশ্লেষকরা।

সোমবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই ভিসা বাতিল ও অভিবাসী বহিষ্কারের সংখ্যা দ্রুত বাড়ছে। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ভিসা বাতিলের হার বেড়েছে প্রায় ১৫০ শতাংশ।

বিবৃতিতে বলা হয়, বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় ৮ হাজার ছিল শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা। এ ছাড়া সহিংসতা, চুরি ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আইন প্রয়োগকারী সংস্থার নজরে আসা ব্যক্তিদের অন্তত ২ হাজার ৫০০টি বিশেষায়িত ভিসা বাতিল করা হয়েছে।

গত বছর যুক্তরাষ্ট্র থেকে বহু অভিবাসীকে জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠানো হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উঠে এসেছে, অনেক ক্ষেত্রেই এসব ব্যক্তির বৈধ ভিসা থাকা সত্ত্বেও তাদের বহিষ্কার করা হয়েছে। এসব ঘটনার কারণে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনাও বাড়ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগোট বলেন, ভিসা বাতিলের ক্ষেত্রে চারটি বিষয় প্রধান ভূমিকা রেখেছে। এগুলো হলো—ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকা এবং চুরি বা অপরাধমূলক কার্যকলাপ।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে অপরাধীদের দেশ থেকে বিতাড়নের প্রক্রিয়া অব্যাহত থাকবে।” একই সঙ্গে নতুন ভিসা ইস্যুর ক্ষেত্রেও কঠোর যাচাই-বাছাই চালু রয়েছে বলে জানান তিনি।

বিশ্লেষকদের মতে, এই কঠোর নীতির প্রভাব আন্তর্জাতিক শিক্ষার্থী ও অভিবাসীদের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।